দেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ ধনকড়ের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে রাজ্য প্রশাসনকে নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যে আল-কায়দার জাল বিস্তার, অবাধে বোমা তৈরির কারখানার রমরমা বলে কার্যত বদনামই করলেন। আমলাদের কি রাজনৈতিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে? সাংবাদিক বৈঠকে এসব প্রশ্ন তুলে দিলেন ধনকড়। নাম না করে ফের সরাসরি নিশানা করলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে। প্রশ্ন তুললেন, অবসরপ্রাপ্ত ডিজি এই পদ পেয়ে কী করছেন? দিল্লিতে। সেখান থেকে ফিরে নভেম্বর মাসের পুরোটাই দার্জিলিংয়ে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যপাল। তবে এদিন সকলেরই নজর ছিল অমিত শাহ-ধনকড়ের বৈঠকের দিকে। বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকড় যেভাবে ফের রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, তাতে অনেকটাই ইঙ্গিত মেলে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কী কথাবার্তা হয়েছে। যদিও এ নিয়ে সরাসরি কোনও বক্তব্য করেননি রাজ্যপাল।  দিল্লিতে থেকে ফিরে নভেম্বর মাসের পুরোটাই দার্জিলিংয়ে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যপাল। তবে কী কারণে পাহাড়ে একমাস থাকবেন তিনি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও বাংলার আইনশৃঙ্খলা আবার কখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। পালটা আবার তাঁর বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলেছে রাজ্য সরকার। সদ্যই প্রকাশ্যে এসেছেন ‘ফেরার’ বিমল গুরুং। তা নিয়ে ফের সরগরম পাহাড়ের রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যপালের পাহাড়ে গিয়ে থাকার সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবহ।