কলকাতা

‘সাধারণ মানুষ ও বিরোধী ভোটাররা ভবানীপুরে ভয়ে ভোট দিতে বেরতেই পারেননি’, দাবি দিলীপ ঘোষের

গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতেছেন ৷ এই নির্বাচন নিয়ে বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘‘যেরকম ওখানে আশা করা হয়েছিল, সেরকমই হয়েছে । আমরা তো ওখানে বিজয়ী হয়নি । লড়াই দিয়েছি। যেভাবে ভয়ের পরিবেশে ওখানে নির্বাচন হয়েছে । প্রথম থেকেই হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা । আর পুরোপুরি নির্বাচনটা করানো হয়েছে । সেভাবেই রেজাল্ট হয়েছে । ভোট বেশি পেয়েছে । সাধারণ মানুষ ও বিরোধী ভোটাররা ভয়ে ভোট দিতে বেরোয়নি । আর সেজন্যই ভোট বেশি হয়েছে ।’’ তিনি বলেন, ‘লড়াই দেওয়ার ছিল সেটা আমরা দিয়েছি। টিএমসিকে খোলা ময়দানে আমরা ছাড়ব না। নির্বাচনের ফলাফল নিয়ে পরে পর্যালোচনা হবে বলেও জানান তিনি। এছাড়াও দিলীপ ঘোষ আরও একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন ৷