জেলা

দিলীপের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১৬, রিপোর্ট তলব কমিশনের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর গতকাল কোচবিহার জেলার শীতলকুচিতে ঘটেছিল হামলার ঘটনা। সভা ছেড়ে বার হওয়ার মুখেই তাঁর কনভয় লক্ষ্য করে শুরু হয়েছিল বোমাবাজি। এই প্রসঙ্গে খোদ দিলীপবাবু অভিযোগ করে জানিয়েছিলেন, যে মাঠে তাঁর সভা হয়েছিল, সেখানেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তাঁর গাড়িতেও নাকি দুটি বোমা পড়ে। আধলা ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। তাঁর নিজের গায়েও নাকি ইটের আঘাত লাগে। তাঁর কনভয়ে থাকা অন্য গাড়িতেও নাকি বোমা পড়েছে বলে দাবি করেন দিলীপবাবু। সেই ঘটনার জেরে এদিন সকাল থেকেই থমথমে রয়েছে শীতলকুচি এলাকা। কারন রাতভর সেখানে চলেছে পুলিশি অভিযান। গ্রেফতার হয়েছেন ১৬জন তৃণমূল কর্মী ও সমর্থক। একই সঙ্গে নির্বাচন কমিশনও এই ঘটনায় রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসনের কাছ থেকে।