জেলা

দলাদলি ও কাঠিবাজি করে মেদিনীপুর থেকে আমাকে সরানো হয়েছে: দিলীপ ঘোষ 

আসন বদলে গিয়েছিল। নতুন আসনে প্রচার করেছেন। তবুও ভোটের লড়াইয়ে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ। তারপরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য় দিলীপ ঘোষের। ফল বেরনোর দিনই এক সাক্ষাৎকারে তাঁর গলায় শোনা গিয়েছিল ক্ষোভের সুর। দলাদলি ও ‘কাঠিবাজি’র কারণে হার হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আসন বদল নিয়েও তাঁর গলায় ছিল উষ্মা। ফের দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেন, ‘মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে।’ বাংলায় দলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম। দলের সবাই আমার পক্ষে ছিল। দলের সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে।’ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, ‘সংগঠনের দুর্বলতা ছিল, প্রমাণ হয়ে গেছে, তাই ভোট কমেছে।’ হারা আসনে প্রার্থী করা হয়েছিল। নেতৃত্ব ও নীতির জন্য় হেরেছেন। লোকসভা ভোটে হেরে দলের রাজ্য় নেতৃত্বকে নিশানা করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এমনকী চক্রান্তের অভিযোগেও তুললেন তিনি। দিলীপ ঘোষের মন্তব্য়ে শোরগোল দলের অন্দরে।