কলকাতা

‘অনুব্রত জেলে থাকলে ঠিক আছে কিন্তু হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম’, বিস্ফোরক’ মন্তব্য দিলীপের

সোমবার সপ্তাহের শুরুতে নিয়মমাফিক ইকো পার্কে প্রাতঃভ্রমণে হাজির ছিলেন দিলীপ ঘোষ। সেই সময় অনুব্রত মণ্ডলকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, “ওনার খালি সিবিআই দেখলে শরীর খারাপ হয়ে যায়। কিন্তু এভাবে তো বেশি দিন বাঁচা যায় না, আজ হোক কাল হোক আসতেই হবে। কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারাজীবন হাসপাতালে থাকতে হবে আর না হয় সারাজীবন জেলে থাকতে হবে”। দিলীপ ঘোষ যোগ করেন, “জেলে থাকলে ঠিক আছে কিন্তু হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম। এখন আমার যেটা মনে হচ্ছে, কোনোভাবে তাঁকে মেরে ফেলা হতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য। কেননা একাধিক মামলার সঙ্গে তিনি যুক্ত আর টিএমসি পার্টির বিভিন্ন নেতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয় একটা চাবিতেই সব ঘর খোলা যাবে সেজন্য চাবি হারিয়ে ফেলা হতে পারে। সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, না হলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার।”