অচলঅবস্থা ও অশান্তির মাঝে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিরোধীদের টেক্কা দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিঙঘে। আজ, শুক্রবার শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে বিশাল সেনাবাহিনী ও পুলিস মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের হটিয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আর সেই সময়েই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে। এর আগে সেদেশের শিক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। গত এপ্রিল মাসে প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকস তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেয়।