‘বাংলা দিবস’ নিয়ে ৭ সেপ্টেম্বর বিধানসভায় এক ঘণ্টার আলোচনা হবে। বৃহস্পতিবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। এই এক ঘণ্টার অর্ধেকটা বরাদ্দ করা হয়েছে তৃণমূল পরিষদীয় দলের জন্য। বাকিটা পাবে বিজেপি। বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আলোচনায় বিজেপি অংশ নেবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি অবশ্য।