নবান্নের সামনে ধর্নায় আপত্তি নেই। তবে ৩ দিন নয়। ৪৮ ঘণ্টা। ধর্নার সময় কমিয়ে এমনই রায় দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, শনিবার বিকেলে নবান্ন বাসস্ট্যান্ড থেকে উঠে যেতে হবে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এমনটা জানিয়েছে। রাজ্যের আবেদনের ভিত্তিতে এই রায় দেয় আদালত। এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানতে চান, ‘মুখ্যমন্ত্রী ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তার পরেও কেন ধরনা?’ এর উত্তরে রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত জানান, ‘আন্দোলনকারীরা এতে খুশি নন। রাত থেকে ধরনা কর্মসূচি শুরু করেছেন।’