কলকাতা

বড়দিনের হাত ধরে কলকাতার রাস্তায় আবারও ফিরল দোতলা বাস

বড়দিনের হাত ধরে কলকাতার রাস্তায় আবারও ফিরল দোতলা বাস। আগের মতো প্রতিদিনের যাত্রী পরিবহণের জন্যেও ব্যবহার করা হবে না এই বাস। শুধুমাত্র বিশেষ উৎসবের দিনেই পর্যটন দফতরের তরফে এই বাস চালানো হবে বলে সূত্রের খবর। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন শিল্পের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর, পর্যটনের প্রসার ঘটানোর উদ্দেশ্যেই পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে ৪৫ আসনের হুড খোলা দু’টি দোতলা বাস তৈরি করিয়েছিল। বাস তৈরি করানো হয় বিশেষজ্ঞ সংস্থা জামশেদপুরের ‘বেবকো বা বিবিকো’কে দিয়ে। ভারত স্টেজ-৪ গোত্রের এই বাসে স্টেজ বদলের জন্য নয়া প্রযুক্তি ব্যবহার করা যাবে। আপাতত, ২টি বাস কেনা হলেও, ভবিষ্যতে ধাপে ধাপে মোট ১০ টি দোতলা বাস কেনার পরিকল্পনা রয়েছে রাজ্যের। জানা গিয়েছে, আপাতত, এই বড়দিন থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত উৎসবের মরসুমে এই বাস চালাবে রাজ্য পর্যটন দফতর।