দেশ ভাইরাল

সরকারি হাসপাতালের জরুরি বিভাগের টেবিলে পা তুলে অঘোরে ঘুম চিকিৎসকের, স্ট্রেচারে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু জখম যুবকের

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টেবিলের উপরে পা তুলে ঘুমোচ্ছেন। চিকিৎসা না হওয়ায় তার পাশেই স্ট্রেচারে ছটফট করতে করতে মৃত্যু হলো দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের। উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কাজে গাফিলতির অভিযোগে দুই চিকিৎসকে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, স্ট্রেচারে শুয়ে আছেন এক যুবক। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আর তাঁর ঠিক পাশেই টেবিলে পা তুলে ঘুমিয়ে নাক ডাকছেন চিকিৎসক। তাঁর কোনও হেলদোল নেই। ওই ভাবে ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন রোগী। পুলিশ সূত্রে খবর, মৃত রোগীর নাম সুনীল। তিনি হাসনবাদ গ্রামের বাসিন্দা। রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে লালা লাজপত রায় মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা ঘুমোচ্ছিলেন। তাঁরা চিকিৎসা করেননি। ভিডিও ভাইরাল হতেই অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ভূপেশ কুমার রায় এবং অনিকেতকে বরখাস্ত করা হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ আরসি গুপ্ত বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।’ ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, ‘এটা কোনও গাফিলতি নয়। অপরাধ।’ আর এক ইউজার লিখেছেন, ‘সরকারি হাসপাতালের উপর থেকে মানুষের ভরসাই উঠে যাবে।