দেশ

নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জর্মন শেপার্ড

নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জর্মন শেপার্ড ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে 8টি চিতা আসে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি চিতাকে কোয়ারান্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ চোরাশিকারীদের থেকে চিতাদের সুরক্ষা নিশ্চিত করতে জার্মান শেপার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ হরিয়ানার পাঁচকুলায় ইন্দো-টিবেতান ট্রেনিং সেন্টারে এই কুকুরদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ চিতার দাঁত থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ চেনানোর কাজ শুরু হয়েছে । পাশপাশি আরও নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে শেপার্ডদের তৈরি করছেন বিশেষজ্ঞরা।