বিনোদন

‘মরে গেলেও দেখব না এই সিনেমা’, রণবীর সিং ডন হতেই খেপে গেল শাহরুখ ভক্তেরা

অবশেষে নতুন ডনের নাম প্রকাশ করলেন অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক ফারহান আখতার। শাহরুখ খানকে প্রতিস্থাপন করে নতুন ডন হিসাবে চমক রণবীর সিংয়ের। যিনি আবার ‘১১ মুলক কি পুলিশ’-এর লক্ষ্যবস্তু। একটি নতুন টিজারে রণবীরকে ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবং ডন ভক্তদেরও দেওয়া হয় সুখবর। টিজারটি শেয়ার করে ফারহান লিখেছেন, ‘ডন 3-এর নয়া যাত্রা শুরু।’ তিনি তাঁর টুইটে পুষ্কর গায়ত্রীকেও ট্যাগ করেছেন। তবে শাহরুখ বাদ গেলেও ছবিটি ফারহান নিজেই পরিচালনা করবেন। টিজারটির শুরুই হয় রণবীর একটি উঁচু বাড়ির ক্যামেরার দিকে পিছন করে বসে রয়েছেন। তিনি চামড়ার জ্যাকেট, চামড়ার বুট পরে রয়েছেন। এবং ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে এবং নিজেকে ডন হিসাবে পরিচয় দেওয়ার আগে সিগারেট ধরান। মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে, ফারহান ডনের একটি নতুন যুগের ইঙ্গিত দিয়ে একটি নোট শেয়ার করেছেন। নোটে লেখা ছিল, ‘এটি ছিল ১৯৭৮, যখন মানুষ প্রথমবার ডনের ক্রোধ প্রত্যক্ষ করেছিল। সুপারস্টার মিস্টার অমিতাভ বচ্চন প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও প্রথম চলচ্চিত্রটি তাঁর আকর্ষণ আজও ধরে রেখেছে। এক্সেল এন্টারটেইনমেন্ট ফারহান আখতারের ডন-এর পরিচালনায় স্বদেশ প্রত্যাবর্তন ঘোষণা করতে পেরে আনন্দিত। ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ খানের সঙ্গে তাঁর আইকনিক দুই ছবি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে তার উত্তরাধিকার নিয়ে। পরিচালক ডন 3-এর আবারও নয়া গল্প বলতে প্রস্তুত। ডন’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং বোমান ইরানি। ছবিটি ২০০৬ সালে মুক্তি পায় এবং নিউচেটেল ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান ফিল্ম পুরস্কারও জিতেছিল। পরবর্তীকালে এটির সিক্যুয়াল ২০১১ সালে মুক্তি পায় এবং হিট ছবি হিসেবে ঘোষিত হয়।

প্রতীকী ছবি।