কলকাতা

‘আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য়ে বৈষম্য নয়’, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রায় ৬ বছর বাদে কলকাতার টাউন হলে বৃহস্পতিবার আবারও বসেছিল রাজ্যের আমলা মহলের ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলন। সেখানেই এদিন কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এদিন তিনি একগুচ্ছ সুবিধা ঘোষণা করেন যা রাজ্যের আমলা মহলের মুখেও হাসি ফুটিয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে যেন কোনও বৈষম্য না করা হয়। এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, তাঁদেরকেও জেলা শাসক পদে নিযুক্ত করা হবে। এদিন টাউনহলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ডব্লিউবিসিএস অফিসার, জেলাশাসক এবং এসডিও-দের সমান স্পেশাল অ্যালোয়েন্স দেওয়া হবে। তাঁদের চাকরি থাকাকালীন মাইনের স্কেলে ঊর্ধ্বসীমায় পৌঁছে গেলে, ১০ হাজার টাকা করে স্পেশাল অ্যালোয়েন্স দেওয়া হবে। এছাড়া, ডব্লিউবিসিএস অফিসারদের বিভাগীয় প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত করা হবে এবং প্রতি বছর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করবে সরকার। বলেন, “ডব্লিউবিসিএস থেকে আমি আরও ডিএম করব। আমি খুঁজে বেড়াচ্ছি। যে সমস্ত ডব্লিউবিসিএস অফিসাররা সিনিয়র মোস্ট স্পেশ্য়াল সেক্রেটারি হিসেবে কাজ করছেন, তাঁদের বিভাগীয় সেক্রেটারি করা হবে।” প্রয়োজনে আগামিদিনে সরকার জেলার সংখ্য়া আরও বাড়াতে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রয়োজন মত অফিসার আমরা পাচ্ছি না। তাই জেলা বাড়াতে পারছি না। আমরা জেলা বাড়াতে চাই।” একই সঙ্গে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমের ডিএম-এর কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, ‘আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আপনারা বাংলার অফিসার, রাজ্যের অফিসার। করোনাকালে খুব ভালো কাজ করেছেন আপনারা। সবাই করোনার বিরুদ্ধে যে ভাবে লড়াই করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। তবুও চার জনের কথা আজ খুব মনে পড়ছে। করোনাকালে আমরা এই ৪ জন ডব্লুবিসিএস আধিকারিককে হারিয়েছি। ৩ জন জেলাশাসক খুব ভাল কাজ করছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের ডিএম ভাল কাজ করছেন। আগামীদিনে জেলা বাড়লে বাড়তি অফিসার লাগবে। আমলারা পদে বসে থাকেন সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকার অফিসারদের ভাল কাজে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছর লাগত, এখন ৮ বছর লাগে। যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। আইএএস অফিসার প্রয়োজনের তুলনায় রাজ্যে এখনও কম। আইএএস, ডব্লুবিসিএস আধিকারিকদের বিশেষ ভাতায় ফারাক থাকবে না। এমনকি ডব্লুবিসিএস অফিসারদের প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।’