সম্পাদকীয়

বাংলা জয়ের স্বপ্নে প্রতিশ্রুতির জোয়ার

নিবেদিতা শেঠঃ বাংলার রায়ে গেরুয়ার জয় হলে উন্নয়নের ঘোড়া ছুটবে বঙ্গ জুড়ে এমনটাই বলছে মোদী জেলায় জেলায় ঘুরে। দরগোরায় নির্বাচন। গোটা বাংলায় ভোট উৎসবের আড়ম্বরতা। কে জিতবে, কে হারবে, কোন কেন্দ্রে কার জয়, লড়াইয়ের জন্য তৈরি সব রাজনৈতিক দল। কংগ্রেস,বাম কিংবা তৃণমূলের বাংলা শাসনের ইতিহাস তৈরী হলেও বাংলা দখলের অভিজ্ঞতা বর্তমানে একটি দলের জন্য এখনও ভবিষ্যত। তাই উঠে পড়ে লেগেছে সে দলের শীর্ষ নেতৃত্ব। ডবল ইঞ্জিনের সরকার এসে সোনার বাংলা গড়ে দেবে বলছেন ওঁরা।উন্নয়নের ঢাক পিটিয়ে, যুব শক্তির বিকাশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে, নারী সুরক্ষার কথা বলে যাঁরা ভোটের ময়দানে লড়বেন আর বাংলা জিতবেন ভাবছেন তাঁরা দিল্লিতে থেকে কী করছেন? দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত রাখতে পারছেন না। রেল, ব্যাঙ্ক, বীমা, রাষ্ট্রয়াত্ত সংস্থার বেসরকারীকরণ, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, গ্যাসের ঊর্ধ্বমুখী মূল্যতে ভারতের মতো উন্নয়নশীল দেশের মানুষের সঙ্গে কোন ভয়ঙ্কর খেলা চলছে? তবে কী উন্নয়ন মানে বেসরকারীকরণ? যুবশক্তির বিকাশ মানে বেকারত্ব? অন্যদিকে নয়া কৃষক আইনের বেড়াজালে ভারতের মতো কৃষিপ্রধান দেশে চাষিভাইদের সঙ্কটাবস্থা কী সত্যিই প্রত্যাশ্যিত? ‘আর নয় অন্যায়’ এদের নাকি স্লোগান এবারের বাংলা দখলের লড়াইয়ে!!ধিক্কার তো জানাতেই হয়। বিগত ৭০ বছরের বাংলা শাসনের নিন্দা করে আগামী ৫ বছর সময় চাইছেন যাঁরা, তাঁদের স্বপ্নপূরণ বঙ্গবাসীর কাছে দুঃস্বপ্ন নয় তো?