জেলা

হাওড়ার পুর এলাকায় সন্ধের পর থেকেই বন্ধ হয়ে যাবে পানীয়জল সরবরাহ

পাইপলাইনে আবর্জনা জমে বিপত্তি। যার জেরে ফের পানীয়জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুর এলাকায়। হাওড়া পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়। আজ সন্ধ্যা সাতটা থেকে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। হাওড়া পুরনিগমের তরফে জানানো হয়েছে, গঙ্গার নিচে থাকা পাইপ লাইনের মুখে জমে রয়েছে আবর্জনা। আর তার জেরেই একাধিকবার জলের সমস্যা দেখা যাচ্ছে হাওড়া পুর এলাকায়। ১৫৭৫ মিমি ব্যাসার্ধের প্রধান পাইপ লাইন মেরামত করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পরিশোধিত পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে। রাতের মধ্যেই গোটা কাজ সম্পন্ন করা হবে। তার সমস্ত রকম প্রস্তুতিও নেওয়া হয়েছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে আগামী ২৯ অক্টোবর সকাল ছ’টা নাগাদ। চলতি মাসে হাওড়ায় এই নিয়ে তিনবার জল সরবরাহ বন্ধ হতে চলেছে।