আজ থেকেই বাংলার প্রতিটি বুথে বুথে শুরু হয়ে গেল ষষ্ঠ দুয়ারে সরকার কর্মসূচী। এই প্রথম বুথ ভিত্তিক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মোট ৩৪ রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এবারের প্রথম দুয়ারে সরকার শিবির থেকেই মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলা কৃষি সেচ যোজনা ও বিধবা ভাতার জন্য সরাসরি আবেদন করা যাবে। একই সঙ্গে প্রতিটি শিবিরেই থাকছে Complain Box। দুয়ারে সরকার কর্মসূচী কিংবা কোনও সরকারি পরিষেবা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা চিঠির আকারে লিখে ওই Complain Box-এ ফেলে দিতে হবে। জমা পড়া অভিযোগপত্রগুলি খতিয়ে দেখবে সরাসরি নবান্ন। জেলা থেকে অভিযোগপত্রগুলি রাজ্য পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।