কলকাতা

মুখ্যমন্ত্রীর হাত ধরে ৭৩৫ কোটি টাকার প্রকল্প পাচ্ছে পূর্ব মেদিনীপুর

 পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ এপ্রিল তাঁর সেই সফর শুরু হবে। জানা গিয়েছে এই সফরে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার মোট ৪৫৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। ৪৭৪কোটি ৯৭লক্ষ টাকা ব্যয়ে ওইসব প্রকল্পের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়াও ২৬০কোটি টাকা ব্যয়ে আরও ৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা ৭৩৫ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে।  এখনও পর্যন্ত ঠিক হয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর ৪ দিনের জেলা সফর শুরু হবে। প্রথমদিন তিনি খেজুরি-১ ব্লকের ঠাকুরনগর মাঠে সরকারি সভা থেকে পরিষেবা প্রদান করবেন। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে ৫০জনকে পরিষেবা তুলে দেবেন। ওইদিন ১৮হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে। ৩ তারিখ থেকে পর্যায়ক্রমে মোট ২লক্ষ ৯৮হাজার মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন। ঠাকুরনগরে সভা শেষে মুখ্যমন্ত্রী দিঘায় চলে যাবেন। ৬ তারিখ তিনি দিঘা থেকে কলকাতায় ফিরে যাবেন। ৪ তারিখ দিঘায় থাকছে দলের সভা। সেই সভায় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে থাকবেন।