রবিবার সাড়ে পাঁচটা নাগাদ বামনগাছি স্টেশন ছেড়ে বারাসতে আসার সময়ে লাইনে প্রচণ্ড শব্দ শুনতে পান ট্রেনচালক। সঙ্গে সঙ্গেই তিনি তা জানান কন্ট্রালরুমকে। বিকট ওই শব্দ শুনে লাইনের পাশে থাকা মানুষরাও বাইরে বেরিয়ে আসেন। পরে রেলকর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন লাইনের ফিসপ্লেট ভাঙা। তড়িঘড়ি সেই ফিসপ্লেট বদল নতুন ফিসপ্লেট লাগানো হয়। চালিয়ে দেখা হয় টাওয়ার ভ্যান। ওই সমস্যার ফলে ওই লাইনে সকালে ট্রেনের সময়সূচি বদল করতে হয়। এর ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ ভাঙা ফিশপ্লেটের জায়গায় অন্য ফিশপ্লেট বসানো হয় ৷ সরিয়ে ফেলা হয় অকেজো অংশ ৷ কর্মীরা লাইন সারাইয়ের কাজ শেষ করার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা ৷ গোটা ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে ৷ তবে রবিবার ছুটির দিন হওয়ায় বড় কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু, এই ঘটনাই যদি সপ্তাহের অন্য কোনও কাজের দিনে হত, তাহলে সমস্যায় পড়তে হত অফিসযাত্রীদের ৷ তাছাড়া, বাসিন্দাদের চোখে সমস্যা নজরে না এলে ঘটে যেতে পারত আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ৷