কলকাতা

‘বানভাসি বাংলায় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা! ডিভিসি-কর্মীদের ত্রাণের টাকা নেবে না পশ্চিমবঙ্গ সরকার’, স্পষ্ট বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের 

পুজোর আগে গোটা রাজ্যে ভয়াবহ অবস্থা৷ রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে৷ দফায় দফায় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। যার ফলে ইতিমধ্যেই রাজ্যে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবার রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়ানোর উদ্যোগ ডিভিসি কর্তৃপক্ষের৷ রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য একদিনের বেতন দান করতে কর্মীদের কাছে আবেদন করেছে ডিভিসি৷ তবে তা কিন্তু বাধ্যতামূলক নয়৷ মঙ্গলবার, ডিভিসির পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আবেদন করা হয় যে, বাংলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ত্রাণের জন্য একদিনের বেতন সকলকে দিতে হবে৷ তবে কোনও কর্মী যদি মনে করেন, তিনি এই টাকা দেবেন না, তাহলে তিনি তা করতেই পারেন৷ কিন্তু কেন তিনি টাকা দিচ্ছেন না, তা ব্যাখা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে ইমেল করে জানাতে হবে৷ এরপরও তাঁর বেতন থেকে দানের অর্থ বাবদ কিছু কাটা হবে না৷ আজ, বৃহস্পতিবার, ডিভিসির কলকাতার সদর দফতরে যান রাজ্যের শাসক দলের শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তিনি সেখানে গিয়ে একটি মিটিং করেন এবং মিটিং করার পর তাঁর দলের কর্মী যারা ডিভিসি-তে চাকরি করেন তাদেরকে বলেছেন,তোমরা কেউ তোমাদের একদিনের বেতন রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য দেবে না৷ কারণ ব্যাখা করতে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার কর্মীদের এই টাকা নেবে না৷ ডিভিসি একটি কেন্দ্রের সংস্থা, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রচুর টাকা পায়৷ বারবার করে সেই টাকার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে আবেদন করা হলেও রাজ্যের আবেদন মানতে নারাজ৷ এবং সেই টাকাও দিচ্ছে না৷ এক্ষেত্রে কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিয়ে ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করছে ডিভিসি৷