শহরে এবার অটোর বদলে নামতে চলেছে তিন চাকার ই-রিকশা। শহরে নতুন করে এলপিজি অটোর জন্য পারমিশন দেওয়া হবে না বলে পরিবহণ দফতর সূত্রে খবর। পরিবহণ দফতর সূত্রে খবর, এবার থেকে অটোর বদলে কলকাতায় মেট্রো স্টেশন লাগোয়া কয়েকটি রুটে চালানো হবে ই-রিকশা। ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের সেন্ট্রাল পার্ক, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, সেক্টর ফাইভ মেট্রো স্টেশন লাগোয়া বিভিন্ন রুটে এবার এই ই-রিকশা চলবে। পাশাপাশি উত্তর দক্ষিণ মেট্রো লাইনের দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, বরাহনগর থেকেও এই ই-রিকশা চলবে বলে জানা গিয়েছে। পরিবহণ দফতরের আধিকারিকরা জানান, নতুন করে আর এলপিজি অটোর অনুমতি দেওয়া হবে না। তার বদলে ই-রিকশার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ কেউ রুটে গাড়ি চালানোর জন্য আবেদন করলে তাঁকে ই-রিকশা নামাতে হবে। বাংলার বিভিন্ন জায়গায় বর্তমানে ই-রিকশা ব্যাপকভাবে চলছে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই বৈদ্যুতিক যান চলছে বারাসতে। ৭০০০ ই-রিকশা চলছে বারাসতে। মালদহে চলছে ৫০০০, শিলিগুড়িতে ৩৫০০, দক্ষিণ দিনাজপুরে ৩৫০০, কোচবিহারে চলছে ২৭০০ গাড়ি। হুগলিতে চলছে ২১০০ গাড়ি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০০ এবং হাওড়াতে ১৮০০টি ই-রিকশা চলছে বর্তমানে। পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতায় মেট্রো স্টেশন লাগোয়া কয়েকটি রুটে প্রথম পর্যায়ে ৪০০ ই-রিকশা নামানো হবে। এর পর থেকে শহরে যেখানে নতুন রুটের চাহিদা তৈরি হবে, সেখানে এই ই-রিকশা নামানো হবে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ৪০ হাজার ই-গড়ির রেজিস্ট্রেশন হয়েছে। যার মধ্যে ই-রিকশা রয়েছে ৩৫ হাজার। ই-স্কুটি রয়েছে সাড়ে তিন হাজার। প্রাইভেট গাড়ি রয়েছে ৭০৮টি। এবং বাস রয়েছে ৯৭টি। পরিবহণ দফতরের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, ই-রিকশার সংখ্যা ক্রমশ বাড়ছে।