দেশ

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের একাংশ, রিখটার স্কেলে ৬.৬

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের একাংশে।  রিখটার স্কেলে তীব্রতা ছিল  ৬.৬।  আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তা নামলেন স্থানীয় বাসিন্দারা। মৃদু নয়, এবার রীতিমতো জোরালো। ঘড়িতে ১০টা ২১। এদিন রাতে কম্পন অনভূত দিল্লিতে। সঙ্গে নয়ডা, গুরগাঁ, হরিয়ানা, জম্মুতেও। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। তার জেরে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে জোরালো কম্পন। অনেকের দাবি, দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা এতটাই ছিল যে রীতিমতো পা কাঁপতে থাকে। কেঁপে ওঠে  পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্থান, এমনকী, চিনও। উৎসস্থল? আফগানিস্তান। কম্পনের স্থায়িত্ব ছিল ৪৫ সেকেন্ড। প্রথমে তীব্রতা ছিল ৭.৭, পরে হয় ৬.৬।  এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।