বিদেশ

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৬.৮, মৃত ৯, আহত ৬

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ঘটনায় মৃত ৯ আহত হয়েছেন ৬ জন মানুষ। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এই ভূমিকম্পের উৎস।পাকিস্তান মিটিওরোলজিক্যাল দফতরের তরফে মিলেছে এই তথ্য। তবে জুওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল আফগানের জুর্ম শহর থেকে ৪০ কিমি দক্ষিণ পূর্বে । এই ভূমিকম্পে আফগানিস্তানের বেশ কিছু অংশের পাশাপাশি ভারতের দিল্লিতেও এর কম্পন অনূভূত হয়েছে বলে জানানো হয়েছে। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে পেশোয়ার, লাহোর, রাওয়ালপিন্ডি,কোয়েটা, কোহাট, দেরা ইসমাইল খানসহ দেশএর আরও বিভিন্ন প্রান্তে। ইএমএসসি র প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই রিপোর্টে দাবি করা হয়েছে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণপূর্বে ৭৭ কিমি দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল।