আজ সকাল ৭.৫৩ নাগাদ ভূমিকম্প কেঁপে উঠল অসমে। রিখটার স্কেলে মাত্রা ৬.৪। এর প্রভাবে কেঁপে উঠেছে কোচবিহার ও জলপাইগুড়িও। ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে মুর্শিদাবাদেও। যদিও এখনও পর্যন্ত কোনও রকমের জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আলিপুরদুয়ার, কোচবিহারে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। কলকাতাও প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় কম্পন।