সাতসকালে কম্পন অনুভূত হল ভারত-নেপাল সীমান্তে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। রবিবার সকালে এই ভূমিকম্প হয়। ইএমএসসি জানিয়েছে, নেপাল-ভারত সীমান্ত এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রবিবার নেপাল-ভারত সীমান্ত এলাকায় ৬.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ১৪ কিলোমিটার (৮.৭ মাইল)। ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে এটি মৃদু থেকে মাঝারি কম্পন হিসেবে মনে করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতি কোনও খবর পাওয়া যায়নি।