বুধবার বিকেল ৪.৪২ মিনিটে ফের কম্পন অনুভূত হল দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৭৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ট্যুইটারে লেখা হয়েছে, ‘ভূমিকম্পের মাত্রা: ২.৭, ২২-০৩-২০২৩, ১৬:৪২:৩৫ ভারতীয় সময়, অক্ষাংশ: ২৮.৬৬ এবং দ্রাঘিমাংশ: ৭৭.০৩, গভীরতা: ৫ কিমি, অবস্থান: নতুন দিল্লির ১৭ কিমি।‘