ডার্বিতে মোহনবাগানকে হারানোর পরেই আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শনিবার কলকাতা লিগে এরিয়ানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ লিগে শীর্ষে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। দুটি গোলই এসেছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে এবং আমন সিকে। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিনো জর্জের ছেলেরা। লাল-হলুদ শিবিরে এদিন বেশ কয়েকটি বদল এনেছিলেন কোচ বিনো জর্জ। গোলকিপার হিসাবে আদিত্য পাত্রকে প্রথম একাদশে রাখার পাশাপাশি মহম্মদ রাকিপ, গুরসিমরত সিংহ গিল, গুরনাজ সিংহ গ্রেওয়াল, তুহিন দাস, তন্ময় দাসকে রাখা হয়েছিল। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লাল-হলুদ ব্রিগেডের সামনে। ইস্টবেঙ্গলের পি ভি বিষ্ণুর শট বাঁচিয়ে দেন এরিয়ানের গোলকিপার। মিনিট পাঁচকে বাদে লাল-হলুদের জালে বল গড়ানোর সুবর্ণ সুযোগ মিস করেন এরিয়ানের এক খেলোয়াড়। ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। কিন্তু কোনও দলই কাঙ্খিত গোল পায়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই লাল-হলুদ সমর্থকদের উদ্বেগ দূর করেন জেসন টিকে। এরিয়ানের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে দূর থেকে নেওয়া শটে গোল করেন। দ্বিতীয় গোলটি আসে তিন মিনিট পরে। ডান দিক থেকে বল নিয়ে সোজা বক্সে ঢুকে পড়েন আমন সিকে। এরিয়ানের গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ের গড়ানো শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধেও একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বিষ্ণু, আমন, জেসিনরা। কাজে লাগাতে পারলে স্কোর লাইন অন্যরকম হতো।