পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন। খড়গপুর শিল্পতালুকে সেই বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতারাও উপস্থিত ছিলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করলেন নয়া জেলা পরিষদ সভাধিপতির নাম। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তাঁর ওপরেই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতির নাম।