কলকাতা

বউ বাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, মেট্রোর আধিকারিকদের ঘিরে বউবাজারে বিক্ষোভ স্থানীয়দের

মেট্রো রেলের কাজ চলাকালীন ফের ফাটল বউ বাজারে একাধিক বাড়িতে। বাড়িতে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। শুক্রবার ভোরে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। জানা গিয়েছে, মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলছিল। সেই কাজ চলাকালীন শুক্রবার ভোর ৩টে নাগাদ আচমকা জল বের হতে থাকে। আর তার জেরে মদন দত্ত লেনের ৮টি বাড়িতে ফাটল ধরে বলে জানান স্থানীয়রা। শুধু মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল নয়। ফাটল দেখা গিয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক বাড়িতেও। অন্যদিকে বহু বাড়িতে ফাটল ধরার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বউবাজারের মদন দত্ত লেনে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । এলাকায় ঢুকতে বাধাও দেওয়া হয় তাঁদের । মেট্রোর অব্যবস্থাকেই দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থলে মোতায়ান করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।