রথযাত্রা উপলক্ষে কয়েকটি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানানো হয়েছে ৷ এই বিশেষ লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে যাত্রা করবে । এর মধ্যে উল্লেখযোগ্য হাওড়া-নবদ্বীপধাম বিশেষ লোকাল ট্রেন ৷ হাওড়া থেকে সকাল ৭ঃ১০ মিনিটে ও ৮ঃ৫৫ মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল ৮ঃ৫৫ মিনিটে ও ১১ঃ১৫ মিনিটে নবদ্বীপ ধাম পৌঁছবে । ওই দিনই নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ধাম-হাওড়া বিশেষ লোকাল ট্রেন দুপুর ২ টো ও ৭টা নাগাদ রওনা দিয়ে যথাক্রমে বিকেল ৪ঃ৩০ মিনিটে ও রাত্রি ১১ঃ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে । শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি শিয়ালদহ থেকে সকাল ৮ঃ২০ মিনিট ও ৯ঃ৫০ মিনিটে যাত্রা করে যথাক্রমে সকাল ১০ঃ৩৫ মিনিটে ও ১২ঃ০৫ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । পাশাপাশি কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ স্পেশাল লোকাল বিকেল ৪ঃ৫০ মিনিটে ও রাত্রি ৯ঃ১৫ মিনিটে রওনা দিয়ে যথাক্রমে সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ও রাত্রি ১১ঃ৩৫ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে । এই লোকাল ট্রেনগুলো যাত্রাপথে সবকটি স্টেশনে থামবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।