মালদা

ইংরেজবাজারের ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট পানীয় জল উন্নয়ন হয়নি মন্তব্য মোয়াজ্জেম হোসেনের

হক জাফর ইমাম, মালদা: মালদা ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে সেই রকম রাস্তাঘাট পানীয় জল উন্নয়ন হয়নি নির্বাচনী প্রচারে গিয়ে মন্তব্য করলেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। উন্নয়নে ইংরেজবাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের তুলনায় অনেকটাই পিছিয়ে ২৩ নম্বর ওয়ার্ড। এখনো রাস্তাঘাট পানীয় জল সেই রকম ভাবে উন্নয়ন হয়নি। তার কারণ একটাই বিক্ষিপ্ত জনবসতি। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন পৌঁছে গেছে। আগামীতে মালদা ইংরেজবাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ড এর মতনই ঢালাও উন্নয়ন হবে ২৩ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে ২৩ ওয়ার্ডের তেলিপুকুর, নেতাজী কলোনি, জগন্নাথ কলোনি সহ একাধিক এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার চালানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পানীয় জল এবং রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে এই ওয়ার্ডে। আগামীতে ইংরেজবাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ড এর মতনই উন্নয়ন পৌঁছে যাবে প্রতিটি দ্বারে দ্বারে বলে প্রতিশ্রুতিও দেন ২৩ নম্বর ওয়ার্ড বাসীদের।