দেশ

বাসে গ্রেনেড ছোড়ার জন্য ৫০ হাজার দিয়েছিল হিজবুল মুজাহিদিন, জেরায় স্বীকার অভিযুক্ত ইয়াসির

জম্মু-কাশ্মীরঃ জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড ছোড়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। জেরায় স্বীকার করল অভিযুক্ত ইয়াসির জাভেদ ভাট ওরফে ছোটু। গতকালের এই গ্রেনেড হামলায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩০ জন। ইয়াসিরকে গতকাল নাগ রোটার টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়। আদতে সে কুলগামের বাসিন্দা। অনুমান, বিস্ফোরণের পর সে কাশ্মীর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।