মালদা

উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় দুই কেন্দ্রে ভোট শুরু

হক জাফর ইমাম, মালদাঃ উত্তর মালদা, দক্ষিণ মালদা কেন্দ্রে ভোটের শুরুতেই কালিয়াচকে সংঘর্ষ বাধল। কালিয়াচক ৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক মহিলা সহ তিনজন জখম। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। দুই লোকসভা আসনের একাধিক বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় এদিন দেরিতে শুরু হয় ভোট। উত্তর মালদা কেন্দ্রের রতুয়ার বাহারল এলাকায় কোনো বুথেই তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বামেদের। এখানে বুথে বহিরাগতদের আনাগোনার অভিযোগ উঠছে সকাল থেকেই। এখানকার ৭৯ নম্বর বুথে একজনের ভোট অন্যজন দেওয়ায় প্রিসাইডিং অফিসারকে অপসারিত করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণ মালদা কেন্দ্রের কালিয়াচক এলাকায় বোমাবাজির অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, স্থানীয় একটি বুথের সামনে বানানো অস্থায়ী দলীয় শিবিরে বোমা ছুড়ে পালায় দুই দুষ্কৃতী। ঘটনায় তিন কংগ্রেস কর্মী আহত হন। আহতরা বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। যদিও এদিন সকালে কালিয়াচকে নির্বিঘ্নেই শুরু হয় ভোট। কালিয়াচকে গোষ্ঠী সংঘর্ষে জখম তৃণমূল কর্মী।