ভাইরাল

এক বিজেপি সাংসদ অন্য বিধায়ককে জুতো পেটা করলেন‌, ভাইরাল নেটে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই বিজেপি নেতার এই কীর্তির ভিডিও। একই দলের দুই জনপ্রতিনিধি প্রকাশ্যে এরকম কাণ্ড ঘটাতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। যোগীর রাজ্যের দুই জনপ্রতিনিধি, একজন সাংসদ আর একজন বিধায়ক। প্রকাশ্যে একে অপরকে জুতোপেটা করে শিষ্টাচারের নজির গড়লেন তাঁরা। লখনউ সন্ত কবির নগরে জেলা প্রশাসনের আয়োজিত বৈঠকে হাজির হয়েছিলেন বিধায়ক এবং সাংসদ দু’‌জনেই। এলাকার উন্নয়নের হাল হকিকত জানাতেই এই বৈঠক ডাকা হয়েছিল। ছিলেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরাও। বিজেপি সাংসদ শরদ ত্রিপাঠি জেলার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। তিনি প্রথম প্রশ্ন তোলেন সাংসদ হিসেবে তাঁর নাম কেন রাখা হয়নি প্রস্তাবিত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর ফলকে। এর জবাবে স্থানীয় বিধায়ক রাকেশ বাঘেল বলেন, এটা তাঁরই সিদ্ধান্তে করা হয়েছে। এই নিয়ে বিধায়ক এবং সাংসদের মধ্যে তর্কাতর্কি চরমে ওঠে। সাংসদের দিকে জুতো হাতে নিয়ে তেড়ে যান বিধায়ক রাকেশ বাঘেল। পাল্টা জুতো হাতে নিয়ে বিধায়ককে আক্রমণ করেন সাংসদ শরদ ত্রিপাঠি। দেখুন ভিডিও ২টি –

[wonderplugin_video videotype=”mp4″ mp4=”http://localhost/bnews/wp-content/uploads/2019/03/bjp1.mp4″ videowidth=600 videoheight=400 keepaspectratio=1 videocss=”position:relative;display:block;background-color:#000;overflow:hidden;max-width:100{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c};margin:0 auto;” playbutton=”http://localhost/bnews/wp-content/plugins/wonderplugin-video-embed/engine/playvideo-64-64-0.png”]

[wonderplugin_video videotype=”mp4″ mp4=”http://localhost/bnews/wp-content/uploads/2019/03/bjp2.mp4″ videowidth=600 videoheight=400 keepaspectratio=1 videocss=”position:relative;display:block;background-color:#000;overflow:hidden;max-width:100{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c};margin:0 auto;” playbutton=”http://localhost/bnews/wp-content/plugins/wonderplugin-video-embed/engine/playvideo-64-64-0.png”]