নয়াদিল্লিঃ আজ দিল্লিতে কংগ্রেস সাংবাদিক সম্মেলনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছেন, নোট বাতিলের নির্দিষ্ট সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০১৬ সালের পরও ঘুষ দিয়ে পুরনো নোট বদল করেছিলেন এক বিজেপি কর্মী। আহমেদাবাদে তোলা এই ৩১ মিনিটের ফুটেজে দেখা যাচ্ছে নোট বদলের জন্য ৪০ শতাংশ কমিশন দিতেও রাজি হয়েছেন ওই বিজেপী কর্মী। ঘটনাটি ২০১৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোলা হয়েছিল বলে দাবি করেছেন কংগ্রেসনেতা কপিল সিব্বল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিব্বল বলেন, ট্রাইকালার নিউজ নেটোয়ার্ক টিএনএন.ওয়ার্ল্ড নামে একটি ওয়েবসাইট থেকে তাঁরা ওই ফুটেজটি ডাউনলোড করেছেন। বিরোধীদের কটাক্ষ, শুধু একটি জায়গার ঘটনা ভিডিও ফুটেজের আকারে সামনে এসেছে। এধরনের অনেক জায়গাতেই এভাবে নির্দিষ্ট সময়ের পর ঘুষ দিয়ে কালো টাকা সাদা করেছে বিজেপি। এভাবেই দেশের সম্পদ চুরি করে নিজেদের তহবিল বাড়িয়েছে তারা। অথচ সাধারণ মানুষকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে, তাদের সৎপথে রোজগারের টাকা ফ্রিজ করে দিয়ে ভোগান্তি বাড়িয়েছিলেন মোদি। সিব্বলের প্রশ্ন, দেশের চৌকিদার হয়েও কেন চোরকে ধরতে পারেননি মোদি। স্বাধীন ভারতে নোটবাতিলের থেকে বড় দুর্নীতি আর হয়নি বলেও অভিযোগ করেছেন প্রবীণ কংগ্রেসনেতা। ওই ফুটেজ দেখিয়ে সংবাদমাধ্যমের কাছে বিরোধীদের আবেদন, তা যেন দেশবাসীর কাছে পৌঁছে দিতে সহায়ক হয় তারা ।