নয়াদিল্লিঃ চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে পেশ করা স্ট্যাটাস রিপোর্টকে খুবই গুরুত্বপূর্ণ বলে অবিহিত করল শীর্ষ আদালত।সম্প্রতি রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই এই স্ট্যাটাস রিপোর্ট তৈরি করে পেশ করা হয় সুপ্রিম কোর্টে। মুখবন্ধ করা খামে রিপোর্ট পেশ করেন অ্যাটর্নি জেনারেল। সূত্রের খবর, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, এতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকায় চোখ বন্ধ করে থাকা যায় না। সিবিআইকে তিনি নির্দেশ দিয়েছেন রাজীব কুমারের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে, সেই সম্পর্কিত আবেদন জমা করতে। চিটফাণ্ড মামলায় যখন রাজ্যের তরফে যখন সিট গঠন করা হয়েছিল, তখন সেই দলে ছিলেন রাজীব কুমার। ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতিরা হলেন বিচারপতি দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না। এদিন সিবিআইকে তাদের আবেদন পেশ করার জন্য ১০ দিন সময় দেওয়া হয়। এরপরে রাজীব কুমার এবং অন্যরা আবেদন জানানোর জন্য ৭ দিন সময় পাবেন বলে জানা গেছে।