কলকাতা

মোদির ব্রিগেড সভার প্রস্তুতি চলছে জোর কদমে

সঞ্জয় রায়চৌধুরী, কলকাতাঃ আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভা। ব্রিগেড ময়দানের ২৫ লাখ স্কোয়ারফিট এলাকা অ্যালুমিনিয়ামের সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হবে। রাজ্যে এই প্রথমকোনও জনসভায় এত বড় মাপের সামিয়ানা ব্যবহার করা হবে। প্রবল গরম থেকে বাচতে এবার ৩রা এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়, এই প্রথম গোটা ব্রিগেড এলাকা অ্যালুমিনিয়াম এর সামিয়ানা দেওয়ার পরিকল্পনা। ২৫ লক্ষ স্কোয়ারফিট ছাউনি নিয়ে ঢাকা হবে। কিন্তু রাজ্যে এই ধরণের সামিয়ানা ব্যবহার আগে কোনও দিন হয় নি। তাই দিল্লি, মুম্বাই ও ঝাড়খন্ডের এর ডেকোরেটর সংস্থার সঙ্গে কথা হচ্ছে। আশা করা যাচ্ছে তারা দক্ষতার সহিত এই কাজ করবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড এর ১৫ হাজার স্কয়ার ফিট চওড়া ও ২৫০০ স্কয়ারফুট লম্বা সামিয়ানা দিয়ে ছাওয়া হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে এই সামিয়ানাতে কমপক্ষে কমবেশী ৮ লক্ষ মানুষ বসার সুযোগ পাবেন। ২ হাজার লিটারের ৩০ টি বড় বড় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা হবে ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষের জন্য কমপক্ষে ৩ লক্ষ জলের পাউচও এর ব্যবস্থাও করা হয়েছে, যাতে বিভিন্ন জেলা থেকে আসা আগত কর্মীদের কোন অসুবিধা না হয়। এদিন মাঠ পরিদর্শনে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।