নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচন ২০১৯-এর আগেই ফের চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকাল থেকে সেই চমক শুরু হয়েছিল। সাতসকালে টুইট করে প্রধানমন্ত্রী জানান, জাতির উদ্দেশ্যে বড় খবর তিনি দেবেন। সেটা দেশের মানুষের কাছে বড় ঘোষণা। এই টুইট নিয়ে সকাল থেকেই জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে যায়। মজা করে অনেকে বলতে শুরু করেন, মোদি নাকি এবার নির্বাচনে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ঘোষণা করতে চলেছেন। পারদ যখন তুঙ্গে উঠেছে তখন তিনি জাতির উদ্দেশ্য বলেন, ‘অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে ভারত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছে।’ আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসাহের পারদ ঝপ করে নিচে পড়ে গেল। যার ফলে দেশের মানুষ একটু চমকালেন না। এদিন জাতির উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারত বিশ্বের চতুর্থ দেশ যারা মহাকাশে অন্যতম শক্তি। কারণ ভারতের কাছে আছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। এই মিসাইল আর মাত্র তিনটি দেশের কাছে আছে। আমেরিকা, রাশিয়া এবং চীন। তিন মিনিটে এই অপারেশন চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। এই অপারেশনের নাম ছিল মিশন শক্তি। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করা হয়েছে।’ এই ঘোষণাকে রাজনৈতিক চমক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ মঙ্গলবারই বিজেপি নেতার বেআইনি টাকা নোট বাতিলের পর সময়সীমা অতিক্রম করে পাল্টানোর ভিডিও প্রকাশ করে মহাজোট বাহিনী। সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এই চমক দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে।
সরকারের তরফে বলা হয়েছে, কোনও দেশকে আঘাত করতে এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণ করা হয়নি। তবে অনেকেরই দাবি, এই উৎক্ষেপণের মধ্য দিয়ে দেশ মহাকাশ যুদ্ধে সমান দক্ষতা রাখার বার্তা দিয়েছে। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অস্ত্র গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।