দেশ

ধর্মঘটের হুমকি দিতেই বেতন দিল জেট এয়ারওয়েজ

গত ৩ মাস ধরে বেতন না পেয়ে ১ এপ্রিল থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন জেট এয়ারওয়েজের পাইলট এবং ইঞ্জিনিয়াররা। শেষ পর্যন্ত পরিষেবা চালু রাখতে তাঁদের ডিসেম্বর মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করল জেট কর্তৃপক্ষ। আর এই মুহূর্তে বেশি বেতন দেওয়ার সামর্থ্য নেই। রবিবার একটি বিবৃতি দিয়ে জেট এয়ারওয়েজের চিফ এক্সিকিউটিভ বিনয় দুবে জানিয়েছেন, ‘‌এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে জেট এয়ারওয়েজ। তাই ডিসেম্বর মাসের বেতন দেওয়া হচ্ছে পাইলট এবং ইঞ্জিনিয়ারদের। পরিষেবা কিছুটা ভাল হলে বাকি মাসগুলিরও বেতন মিটিয়ে দেওয়া হবে। আমরা বুঝতে পারছি এই আর্থিক অবস্থায় কর্মচারীদের কাজ করতে সমস্যা হচ্ছে।’‌