অন্ধ্র প্রদেশঃ আজ সকাল ৯.৩০ মিনিট নাগাদ অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে সান-সিনক্রোনাস পোলার অরবিট বা মেরু কক্ষপথে ইলেক্ট্রনিক ইনট্যালিজেন্স স্যাটেলাইট ইএমআইস্যাটকে প্রবেশ করাল পিএসএলভি-সি৪৫। ৪৩৬ কেজি ওজনের এই লো-আর্থ অরবিট স্যাটেলাইট শত্রু এলাকার গভীরে অবস্থিত তাদের র্যাডারের উপর নজরদারি চালাবে। বলে দেবে র্যাডারের অবস্থান। সেকারণেই একে গোয়েন্দা উপগ্রহ বলা হচ্ছে। ওড়ার ১৭ মিনিট পর কক্ষপথের ৭৪৯ কিলোমিটারে গিয়ে ইএমআইস্যাট ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পরিমাপ করবে। ইসরোর চেয়ারম্যান কে শিবান জানালেন, ‘এই অভিযান বিশেষ কারণ, এই প্রথম পিএসএলভি একটি উড়ানেই তিনটি কক্ষপথে ঢুকবে।’