মালদা

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসীর

হক জাফর ইমাম, মালদা: গাজোলের ২১ মাইল এলাকায় পানীয় জলের দাবিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের শতাধিক মহিলারা। এই দিন সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। পথ অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। বিক্ষোভকারী মহিলারা সংবাদমাধ্যমকে জানান গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের পূর্ব বজরা পাড়া ও মোদি পুকুর গ্রাম গ্রামের দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। গ্রামে একটি নলকূপ থাকলেও কয়েকদিন হলেও তাও অকেজো হয়ে পড়েছে। স্থানীয় এক বিস্কুট তৈরীর কারখানা থেকে চেয়ে জল নেন তারা। বিগত দীর্ঘদিন ধরে পঞ্চায়েত দপ্তর ও প্রশাসনকে জানিয়ে কোন সমস্যা সমাধান হয়নি বলে জানান বিক্ষোভকারীরা। এদিন ক্ষুব্দ হয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। তারা দাবি তোলেন ভোট আসে ভোট যায় কিন্তু আমাদের দাবি পূরণ হয় না। প্রায় এক দশক ধরে চলছে তাদের পানীয় জলের সমস্যা । নেতা নেত্রীদের কাছে সমস্যা নিয়ে গেলেও প্রতিশ্রুতি ছাড়া মেলেনি পানীয় জলের কোন রকম ব্যবস্থা । বিগত দিন থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন । কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিবেন বলে তারা জানিয়েছেন। অবরোধের খবর পেয়ে ছুটে
আসে মালদা গাজোল থানার পুলিশ।তারা অবরোধ উঠাতে না পারলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন গাজোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হারাধন দেব। অবরোধকারীদের সাথে কথা বলেন তিনি। অবশেষে তারই আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ তুলে নেন গ্রামবাসীরা । কিছুক্ষণের মধ্যেই ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।