দেশ

ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের

আজ ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তাহার প্রকাশের মঞ্চে কংগ্রেস সভাপতির দাবি, “আমি ইস্তাহারে একটিও মিথ্যে কথা বলতে চাইনি। কারণ, আমরা পাঁচ বছর ধরে খালি মিথ্যে শুনে আসছি। এই ইস্তাহার মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ।” ‘‌কংগ্রেস প্রতিশ্রুতি পূরণ করবে’,‌ নিজেদের নির্বাচনী ইস্তেহারের প্রচ্ছদে এই বার্তাই লিখেছে কংগ্রেস। নির্বাচনী ইস্তেহারেও কৃষিঋণ, কর্মসংস্থান এবং নূন্যতম আয়কেই সামনে রেখেছে কংগ্রেস। ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ক্ষমতায় এলে রেলের মতোই কৃষকদের জন্য পৃথক বাজেট ঘোষণা করা হবে। কোনও কৃষক ঋণ না মেটালে সেটা অপরাধযোগ্য শাস্তি হিসেবে গণ্য করে তাঁকে জেলে পোরা হবে না। বরং সেটা দায়রা আদালতে বিচার হবে। মনরেগা প্রকল্পে ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ মিলবে। আগামী মার্চের মধ্যে ২২ লক্ষ সরকারি চাকরি এবং ‘‌ন্যায়’‌ প্রকল্পে দেশের সব চেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারকে বার্ষিক ৭২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস তাদের ইস্তেহারে। রাহুল বলেছেন, দেশে যে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে তা সরাসরি ধাক্কা না খেলে মিটবে না এবং এটা তখনই সম্ভব হবে যখন দরিদ্রদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা আসবে। জিএসটি-কে সরল করে একটিই কর ব্যবস্থা চালু করবে কংগ্রেস। রাহুল আরও বলেছেন, বছর খানেক আগে ইস্তেহারের বিষয়বস্তু তৈরির সময়ই চিদাম্বরমকে তিনি সাফ বলে দিয়েছিলেন, বিষয়ে যেন দেশবাসীর ইচ্ছা এবং সত্যি প্রতিফলিত হয়।