ভোটের আগে ছত্তিশগড়ের মাওবাদী দমন অভিযানে গিয়ে শহিদ হলেন ৪জন বিএসএফ জওয়ান। জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনও ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান। ছত্তিশগড়ে প্রথম দফা ভোট আগামী ১১ এপ্রিল। এরপর ১৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল – মোট তিন দফায় চলবে ভোটগ্রহণ। নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। এই সিদ্ধান্ত জানার পর থেকেই অশান্তির আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ছত্তিশগড় জুড়ে জারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান, রুটিন টহলদারি। বৃহস্পতিবার কাংকেরে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেন বিএসএফ জওয়ানরাও। তবে মাওবাদীদের ছোঁড়া গুলিতে চারজন শহিদ হন। আরও ২ জন জখম হয়েছেন। ফাইল চিত্র।