কলকাতা

জাতীয় রাজনীতিতে বিরোধীতার ফোকাস বিজেপি, বাংলায় তৃণমূল

কলকাতাঃ জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে রাহুল গান্ধী নতুন ভারতের ভোরের স্বপ্ন দেখিয়েছেন। আর সেই ঘোষণা পত্রের প্রচারে বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরা। এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে নরেন্দ্র মোদির সরকার কোন প্রতিশ্রুতিই রক্ষা করেনি। কিন্তু রাহুল গান্ধী কথা দিয়ে কথা রাখেন। সম্প্রতি তিন রাজ্যে ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে কংগ্রেস। কেন্দ্রে ক্ষমতায় এলে নির্বাচনী ইস্তাহারে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে দাবি করেন পবন খেরা। তিনি বলেন, পেট্রোপণ্য থেকে অ্যালকোহল বা রিয়েল এস্টেট – সমস্ত কিছু নিয়ে আসা হবে জিএসটির আওতায়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। স্বাভাবিক ভাবেই বিরোধিতার ফোকাস বিজেপির দিকেই। এদিন জানিয়ে দেন কংগ্রেসের সর্বভারতীয় এই মুখপাত্র। তবে বঙ্গ ররাজনীতির প্রেক্ষাপটে তৃণমূলই যে প্রধান প্রতিপক্ষ তা এদিন স্পষ্ট করে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার বিধানভবনে জাতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরার উপস্থিতিতে বাংলা ভাষায় নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়।