দেশ

‘আগামী দু-একদিনের মধ্যে গ্রেপ্তার হতে পারি’, আশঙ্কা চন্দ্রবাবু নাইডু-র

লোকসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতির উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতেই নিজের গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আগামী দু-একদিনের মধ্যেই হয়ত তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এমনটাই আশঙ্কা তাঁর। চন্দ্রবাবু নাইডু-র অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে নানা ভাবে হেনস্থা করে চলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌আগামীকাল অথবা পরশু আমাকে হয়ত গ্রেপ্তার করা হতে পারে। জেলে যেতে হল যাব। তার জন্য আমি একটুও ভীত নই।’‌ শুক্রবার বিশাখাপত্তনমে একটি জনসভায় এই আশঙ্কা ব্যক্ত করেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ আগেই আয়কর দপ্তরের আধিকারিকরা চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজ্যসভার সদস্য সিএম রমেশের কাদাপা জেলার বাড়িতে হানা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই এহেন মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর শাপাশি নির্বাচন কমিশন যেভাবে তাঁর মুখ্যসচিব অনিলচন্দ্র পুনেথাকে সরিয়ে দিয়েছে, সেটা নিয়েও সমালোচনা করেন চন্দ্রবাবু নাইডু।