বিদেশ

পোশাকে আপত্তি, যাত্রীকে নামিয়ে দেওয়া হল বিমান থেকে

ব্রিটেনঃ খোলামেলা পোশাকে বিমানে চড়া যাবে না। এক যাত্রীকে সেকথাই জানিয়েছিল ব্রিটেনের থমাস কুক এয়ারলাইনস। বার্মিংহামের বাসিন্দা ২১ বছরের এমিলি ও কন্নর পরেছিলেন কমলা রঙের প্যান্ট এবং কালো রঙের স্প্যাগেটি স্ট্যাপ ক্রপ সট টপ। এমন পোশাকে বিমানে যাওয়া যায় না বলে আপত্তি জানায় থমাস কুক এয়ারলাইনস। বার্মিংহাম থেকে ক্যানারি দ্বীপে যাওয়ার জন্য বিমানে চেপেছিলেন এমিলি। এই পোশাক পরায় বিমান বন্দরে অন্য এক যাত্রীও তাকে হেনস্থা করে। বিমানের ক্রুর সামনেই তাকে হেনস্থা করা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। উল্টো বলা হয়, গা ঢেকে আসুন তবে বিমানে উঠবেন। না হলে বিমান থেকে নেমে যান, অভিযোগ করেছেন এমিলি।