দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের মুক্তিকে আপাতত নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

নয়াদিল্লিঃ অবশেষে নরেন্দ্র মোদির বায়োপিক নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের তরফে এর আগেই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের আওতায় ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর এজিন সিবিএউসির তরফে ছবিতে ছাড়পত্র দেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। নির্বাচনের মুখে বিবেক ওবেরয় অভিনীত এই ছবি আপাতত মুক্তি পাচ্ছে না বলে জানয়ে দিল নির্বাচন কমিশন।  উল্লেখ্য, ভোটের আগে এভাবে প্রধানমন্ত্রীর বায়োপিক রিলিজ করা মানে ছবির মাধ্যমে তাঁর প্রচার করার সামিল। এই দাবি নিয়েই এদিন আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। তবে গোটা বিষয়টিই আপাতত নির্বাচন কমিশনের বিবেচনাধীন বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।এরপরই এদিন বিষয়টি নিয়ে বিবেচনার পর ছবির মুক্তিকে ‘ব্যান’ ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, এর আগেই এদিন সিবিএফসির তরফে এই ফিল্মকে ‘U’ সার্টিফিকেশন দেওয়া হয়। তবে তারপর নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশের পর বড়সড় ধাক্কা খেতে চলেছে ছবির নির্মাতারা।