দেশ

বিজেপির টুপি না পরায় হেনস্তার অভিযোগ, সাসপেন্ড মুসলিম ছাত্রী !

উত্তরপ্রদেশ: বিজেপির টুপি পরতে অস্বীকার করায় সহপাঠীরা হেনস্তা করেছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মুসলিম ছাত্রী। এবার তাঁকেই সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর কলেজের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই তদন্ত কমিটিকে তদন্তে সাহায্য করেনি অভিযোগকারী ছাত্রীটি। উত্তরপ্রদেশের মীরাটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  গত ৩ এপ্রিল টুইটারে ওই ছাত্রীটি অভিযোগ করেন, কলেজ ট্যুরে আগ্রা যাওয়ার সময় তাঁকে হেনস্তার শিকার হতে হয়। ৫৫ জন সহপাঠীর মধ্যে একমাত্র তিনিই ছিলেন মুসলিম। রাস্তার মাঝে হঠাত্‍ চার মদ্যপ সহপাঠী তাঁকে বিজেপির টুপি মাথায় দিতে বলে। ছাত্রীটি তা পরতে অস্বীকার করায় চারজন মিলে তাঁকে হেনস্তা করে বলে অভিযোগ করেন তিনি। ছাত্রীটির অভিযোগ, সেসময় তাদের কলেজের চারজন অধ্যাপকও উপস্থিত ছিলেন কিন্তু, তাঁরা নীরব দর্শকের ভূমিকা নেন। এই অভিযোগের পরই শোরগোল পড়ে যায়। একটি তদন্ত কমিটি বসায় কলেজ। অভিযুক্তদের সাময়িক সাসপেন্ডও করা হয়। থানায় একটি লিখিত অভিযোগও করেন তিনি। ঘটনার পর সপ্তাহখানেকের মধ্যেই কলেজ থেকে সাসপেন্ড করা হয় অভিযোগকারী ছাত্রীটিকেই।

প্রতীকী ছবি।