দেশ

রাফাল মামলায় বিপাকে কেন্দ্রীয় সরকার! ‘চুরি’ করা নথিকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লিঃ রাফাল মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আবেদন খারিজ করে রাফাল ডিলের গোপন নথিকে প্রামাণ্য দস্তাবেজ বলে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না সুপ্রিম কোর্টে। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গতবছরের ডিসেম্বরে রাফালে নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে। ফাঁস হওয়া আর আদালতে জমা পড়া গোপন নথি নিয়েই শুনানি হবে আদালতে। এদিন জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এই মামলায় অন্যতম আবেদনকারী অরুণ শৌরির অভিযোগ, তথ্য গোপন করেছে সরকার। এর আগে প্রতিরক্ষা সংক্রান্ত ফাইল থেকে ফাঁস হওয়া তথ্য নিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন প্রশান্তভূষণ, অরুণ শৌরি এবং যশবন্ত সিনহা। কেন্দ্রের তরফে অভিযোগ করে বলা হয়েছিল এই তথ্যে জাতীয় সুরক্ষার ওপর প্রভাব পড়বে।