দেশ

ব্যালটের দাবিতে সরব বিরোধীরা

আগের মতোই ব্যালট পেপারে ভোটের দাবিতে একযোগে আক্রমণ শানাল বিরোধীরা। আজ দুপুরে দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে বৈঠক করেন কংগ্রেস, আপ সহ ছয়টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নাইডু বলেছেন, ‘‌আমরা ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছি। ভোটারদের আস্থা ফেরানোর একমাত্র উপায় ভিভিপ্যাট। জার্মানি, নেদারল্যান্ডস-এর মতো দেশগুলিও ব্যালট প্রক্রিয়ায় ফিরে গিয়েছে।’‌ দ্বিতীয় দফা থেকেই কমিশনকে পুনর্বার পেপার ব্যালটে ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা। শনিবার কমিশনের সামনে তাঁর রাজ্যে ভোটে একাধিক ইভিএম–এ যান্ত্রিক ত্রুটির জন্য দেরিতে ভোট শুরু এবং ১৫০টি বুথে পুনর্নির্বাচের দাবিতে অবস্থান বিক্ষোভ করেছিলেন চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি, সরকারি তথ্যে মোট ৪৫৮৩টি ইভিএম খারাপ বলে খবর মিলেছিল।