নয়াদিল্লিঃ চপার দুর্নীতি মামলায় এজেন্ট সুশেন মোহন গুপ্তকে জামিনে মুক্তি যাতে না দেওয়া হয়, তার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই মামলা চলাকালীন এক চমকপ্রদ তথ্য আদালতে পেশ করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ইডির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র নীরব মোদী ও বিজয় মালিয়াই নয়, সকলের অগোচরে আরও ৩৪ জন ব্যবসায়ী দেশ থেকে পালিয়ে গিয়েছেন।মোট ৩৬ জন পলাতক ব্যবসায়ীদের তালিকায় নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া ছাড়াও নাম রয়েছে স্টার্লিং বায়োটেকের সান্দেসরা ভাইদের। গত কয়েকবছর ধরে এমনটা হয়েছে বলে দাবি করেছে ইডি।
ফাইল চিত্র।